সময় এবং তারিখ

ঢাকা,বাংলাদেশ 

Sunday, December 3, 2023

জাতীয় পরিচয়পত্র নাম্বার ১০/১৩/১৭ডিজিট কেন?

  জাতীয় পরিচয়পত্র নাম্বার ১০/১৩/১৭ডিজিট কনফিউশন??

প্রায়সই প্রশ্নের মুখে পড়তে হয় আমার এনআইডি ১৩ ডিজিট ছিল এখন ১০। এখন কি হবে? কোনটা ব্যবহার করবো??
**২০০৭/২০০৮ সালে যারা ভোটার হয়েছিল তাদের জাতীয় পরিচয় পত্র নাম্বার ১৩ ডিজিটের প্রদান করা হয়। পরিবর্তিতে তাতে জন্মসন যুক্ত করে ১৭ ডিজিট করা হয়।
** স্মার্ট কার্ড প্রদান করা শুরু হলে সবার এনআইডি নাম্বার ইউনিক নম্বার ১০ ডিজিটে প্রদান করা হয়।
** যারা স্মার্ট কার্ড পান নি বা নতুন ভোটার তাদের ও ১০ ডিজিটের নম্বার দেয়া হচ্ছে।
** ন্যাশনাল ডেটা সার্ভারে ১০/১৩/১৭ সব ডিজিটের তথ্যই আছে। সেখানে আপনার পূর্বের ১৩/১৭ নাম্বার ডিজিট দিলে আপনার তথ্যই আসবে বা ১০ ডিজিট দিলেও আপনার তথ্যই পাবে
অর্থাৎ a সমান b , b সমান a।



** কেন অনেক সময় ১০ ডিজিট তথ্য পাই না?
ন্যাশনাল ডেটা সার্ভার থেকে যারা তথ্য ব্যবহার করেন তাদের আপডেট তথ্য/ভার্সন/ হালনাগাদ বা নির্বাচন কমিশনের সাথে তথ্য ব্যবহারের চুক্তি না থাকার কারনে অনেক সময় সর্বশেষ ১০ ডিজিটের তথ্য প্রদর্শন করেনা। এটি গুটিকয়েক জায়গা ছাড়া সর্বত্র এখন এই ডিজিট নিয়ে কোন চিন্তা ছাড়া ব্যবহার করতে পারবেন।( এটা খুব কম শোনা প্রশ্ন,মাঝে বিকাশ একাউন্ট খোলা নিয়ে কয়েকজনের কাছে এমন প্রশ্ন পেয়েছি। কোন ব্যাংক,সরকারি,বেসরকারি প্রতিষ্ঠান থেকে তথ্য পাচ্ছেন না এমন ব্যক্তি পাইনি)।

**পূর্বে ১৩/১৭ ডিজিট ব্যবহার করেছেন এখন কার্ডে ১০ ডিজিট। এখন আবার ১০ ডিজিটে কোন সমস্যা হবে কিনা? পূর্বে ১৩/১৭ ব্যবহারের কারনে কোন সমস্যা নেই। আপনি আপনার পছন্দমত যাই ব্যবহার করেন তথ্য শুধুমাত্র আপনারই। এটা আপনার ইউনিক আইডেনটিটি।

No comments:

Post a Comment