সময় এবং তারিখ

ঢাকা,বাংলাদেশ 

Sunday, December 3, 2023

নাগরিক সেবা

  নাগরিক সেবা মানুষের দৈন্দিন জীবনের  চাহিদা পূরণের প্রয়োজনী সকল তথ্যের সমাহার গঠাতে সচেষ্ঠ। আপনি আপনার সেবা ও পণ্যের তথ্য সকলের মাঝে ছড়িয়ে সঙ্গে থাকতে পারেন আমাদের এই উদ্যোগের । যথা সময়ের প্রয়োজনী তথ্যই নিশ্চিত করতে পারে উৎকৃষ্ঠ মানে সেবা ও পন্য। নাগরিক সেবা একনিষ্ঠভাবেকাজ করে যাচ্ছে মানুষের কাখাঙ্খিত সেবা ও পণ্যে গুলোর নিকটবর্তী উৎসগুলো সামনে তুলে ধরতে। সুতারাং সেবা দিতে ও সেবা নিতে পাশ থাকুন। 


নাগরিক সেবা কিঃ

নাগরিক সেবা একটি তথ্য সেবামূলক প্রতিষ্ঠান দেশ জুড়ে বিস্তৃত সেবাদাতা ও পণ্য সরবরাহকারীদের সঠিক অবস্থান ও গুণগতমান সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করে তা অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহকের নিকট সহজ ও সাবলীল ভাবে তুলে ধরতে কাজ করছে নাগরিক সেবা। নাগরিক সেবা বিশ্বাস করে যে সত্য ও নির্ভরযোগ্য তথ্যই সেবা প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করে, আর এই লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে একঝাঁক নিবেদিতপ্রাণ সৃজনশীল তরুণ উদ্যোক্তা। 

নাগরিক সেবার উদ্দেশ্য কিঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার কাজকে বাস্তবায়িত করতে তার সুযোগ্য কন্যা ও দূরদর্শী নেত্রী  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৈপুণ্য মন্ডিত সুদুরপ্রসারী পরিকল্পনায় ধীরে ধীরে বাংলাদেশে যে পৃথিবীর বুকে উন্নয়নের এক মডেল রূপে দাঁড়াচ্ছে , তার এই যুগান্তকারী নেতৃত্বে সহযাত্রী হয়ে থাকার প্রচেষ্টা নিয়ে কাজ করতে আমাদের ক্ষুদ্র এই উদ্যোগ “নাগরিক সেবা”। এগিয়ে যাওয়া বাংলাদেশে জনগণের জন্য প্রতিনিয়ত যে সকল নাগরিক সুবিধার আবির্ভাব হচ্ছে, সেগুলো সাধারণ মানুষের নিকট সহজ উপায় উপস্থাপন করাই নাগরিক সেবার  লক্ষ্য ও উদ্দেশ্য । যেন তথ্যের অভাবে কোন মানুষ তার নিকটবর্তী স্থানে বিদ্যামান সেবা হতে বঞ্চিত না হয় ।

 

নাগরিক সেবায় কি কি সেবা পাবেনঃ

স্বতন্ত্র কোন সেবাদাতা থেকে শুরু করে বেসরকারি, সরকারি কিংবা আন্তর্জাতিক সেবাদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সত্য তথ্য ও সঠিক অবস্থান নাগরিক সেবা ওয়েব সাইটে মাধ্যমে ক্যাটগরি অনুয়ায়ী সাচ  করে আপনার প্রয়োজনীয় সেবাদাতার নিকটবর্তী অবস্থান খুব সহজে পেয়ে যাবেন। তাছাড়া আপনি আপনার পণ্য ও সেবার তথ্য অতিদ্রুত গ্রাহকের নিকট পৌছিয়ে দিতে পারেন, যার ফলে একদিকে যেমন আপনার ব্যবসার প্রসার গঠবে অন্যদিকে ভোক্তাও সহজে তার কাখাঙ্গিত পণ্য ও সেবা গ্রহন করতে পারবে। এক কথায় নাগরিক সেবা সতন্ত্র সেবা, বেসরকারী সেবা, সরকারী সেবার তথ্য সহ আন্তর্জাতিক সেবাদাতার পণ্য ও সেবার অবস্থান ও গুনণগত মান সম্পের্কে ভোক্তাদের তথ্য প্রদান করে।

 

নাগরিক সেবা প্রদানকারী সরকারী জরুরী নম্বর সমূহঃ

সরকারী সেবা পেতে নিন্মোক্ত নম্বরগুলোতে যোগাযোগ করুন।

  • 333  (সরকারী তথ্য সেবার পেতে)

  • 999 (জরুরী সেবা পেতে)

  • 109 (নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে )

  • 106 (দুর্ণীতে দমন কমিশন)

  • 1090 (দুর্যোগের আগাম বার্তা পেতে)

  • 1098 (শিশু সহায়তা কেন্দ্র)

  • 16113 (বিআইডব্লিউটিএ)

 
কেন নাগরিক সেবা প্রয়োজন ঃ
নাগরিক সেবার মাধ্যমে আপনার নিকটবর্তী সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সঠিক অবস্থান জানতে পারবেন এবং আপনার প্রয়োজনীয় সেবা ও পণ্যের বিকল্প উৎসগুলো সম্পর্কে সুষ্পষ্ট তথ্য পাবেন, যাতে  আপনি সেবা গ্রহনের সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।

 

No comments:

Post a Comment